গোপালগঞ্জের কাশিয়ানীতে রাস্তা পারাপারের সময় বাসচাপায় শুখেন বর (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. রোমান মোল্লা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৯টার দিকে শুখেন বর পোনা বাসস্ট্যান্ড এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় খুলনাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহত শুখেন বর কাশিয়ানী উপজেলার মামুদপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের জিতেন বরের ছেলে।
বিডি প্রতিদিন/জামশেদ