এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। হাইভোল্টেজ এই লড়াইয়ের আগে চাপ নিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস বাড়াতে ক্রিকেটারদের জন্য মনোবিদ নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি চাপ ও উত্তেজনা। হ্যান্ডশেক বিতর্ক থেকে শুরু করে আসর বয়কটের আলোচনা—সব মিলিয়ে এবারও ম্যাচ ঘিরে উত্তাপ ছড়িয়েছে। এরই মধ্যে গ্রুপ পর্বে ভারতের কাছে হেরে সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান। তাই দলকে মানসিকভাবে প্রস্তুত করতে নেওয়া হয়েছে নতুন এই উদ্যোগ।
পাকিস্তান শিবিরে ডাকা হয়েছে খ্যাতিমান মনোবিদ ড. রাহিল করিমকে। খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। তিনি ক্রিকেটারদের মানসিক চাপ কাটাতে, ম্যাচ চলাকালীন স্থির থাকতে এবং পারফরম্যান্সে মনোযোগ ধরে রাখতে সহায়তা করবেন।
পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচ ঘিরে খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা বাড়াতেই তার সেশনগুলো আয়োজন করা হচ্ছে। চাপকে কীভাবে ইতিবাচক শক্তিতে রূপান্তর করা যায়, সেটিই হবে মূল লক্ষ্য।
রবিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের এই হাইভোল্টেজ ম্যাচ।
বিডি প্রতিদিন/হিমেল