পটুয়াখালীর বাউফলে কলা খাওয়ার সময় গলায় আটকে আব্দুল মোতালেব নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড়ডালিমা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মোতালেব ওই গ্রামের সোহেল প্যাদার ছেলে।
সোহেল প্যাদার তিন মেয়ের পড় এক মাত্র ছেলে নিহত মোতালেব। শিশুটির এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, রবিবার দুপুর ১২টার দিকে শিশু মোতালেবকে তার বড় বোন মরিয়ম আক্তার কলা খাওয়াচ্ছিলেন। তখন অসাবধানতা বশত শিশুটির গলায় কলা আটকে যায়। স্থানীয়রা দ্রুত উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শুরু করার সঙ্গে সঙ্গেই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পরে।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার মো. তাসরিফ হোসেন বলেন, কলা গলায় আটকে গিয়ে সম্ভবত শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এএম