রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রতিষ্ঠানিক সুবিধা স্থগিতে প্রতিবাদে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে। রবিবার বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন এ ঘোষণা দেন।
তিনি বলেন, আমরা সিন্ডিকেটের সিদ্ধান্তে মর্মাহত। প্রশাসন আমাদের সঙ্গে প্রতারণা করেছে। শিক্ষার্থীর নামের একদল সন্ত্রাসী বিগত সময়েও আসাদের জিম্মি করেছিল। তাদের বিচার চেয়ে পাইনি। আজও শিক্ষক-কর্মকর্তা লাঞ্ছনায় একটি নামমাত্র তদন্ত কমিটি করেছে। যেটাও আশার আলো দেখবে না। এই লাঞ্ছনার বিচার না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চলমান থাকবে। তবে রাকসু নির্বাচনের কার্যক্রম এ কর্মসূচির আওতায়মুক্ত থাকবে।
এর আগে, বিকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেটে তিন সিদ্ধান্ত হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখার আলম মাসুদ বলেন, কোটা বাতিলের দাবিকে কেন্দ্র করে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। প্রতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) স্থগিতই থাকছে। রাকসু নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/আরাফাত