ফিলিপাইন সাগরে সৃষ্টি হওয়া সামুদ্রিক ঝড় ‘নান্দো’ ইতোমধ্যেই টাইফুনে রূপ নিয়েছে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আসছে সোমবারের মধ্যে এটি আরও শক্তিশালী হয়ে সুপার টাইফুনে রূপ নিতে পারে। শনিবার (২০ সেপ্টেম্বর) ফিলিপাইন নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এ পরিস্থিতিতে ফিলিপাইনের অভ্যন্তরীণ ও স্থানীয় সরকার মন্ত্রণালয় (ডিআইএলজি) জরুরি নির্দেশনা জারি করেছে। ঝুঁকিপূর্ণ এলাকার প্রশাসনকে দ্রুত উপকূলীয় ও নিচু অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার পাশাপাশি পাহাড়ি এলাকার মানুষকে ভূমিধসের ঝুঁকির কারণে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট মার্কোসের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে, যার লক্ষ্য দুর্যোগকালে ক্ষয়ক্ষতি কমানো ও মানুষের জীবন রক্ষা।
সর্বশেষ গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় বুলেটিনে জানানো হয়, অরোরার ক্যাসিগুরান থেকে প্রায় ৭৭৫ কিলোমিটার পূর্বে টাইফুন ‘নান্দো’ অবস্থান করছে। ঝড়টিতে ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে বাতাস বইছে, দমকা হাওয়ার বেগ ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে। পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে এটি অগ্রসর হচ্ছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাদ্য, বিদ্যুৎ ও চিকিৎসা সামগ্রী মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারকাজে নিয়োজিত দল ও স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশও দেওয়া হয়েছে।
ডিআইএলজি জানিয়েছে, ঝুঁকি কমানো এবং মানুষের জীবন ও জীবিকা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নিতে হবে। শনিবার সকালে রাজ্য আবহাওয়া ব্যুরো আলাদা এক পরামর্শে জানায়, চারটি প্রদেশে ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, টাইফুন ‘নান্দো’ বাতাঁনেস–বাবুয়ান দ্বীপপুঞ্জের পাশ দিয়ে অতিক্রম করবে। ইতোমধ্যে বাতাঁনেস, কাগায়ান, ইলোকোস নর্তে ও ইলোকোস সুরসহ কাগায়ানের উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক