মৌলভীবাজারের কমলগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় কমলগঞ্জ পৌরসভার পাশে আম্বিয়া কিন্ডার গার্ডেন স্কুলে প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন করেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা কবি, লেখক গবেষক আহমদ সিরাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাব্বির এলাহীর সভাপতিত্ব করেন।
এসময় কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি উপদেষ্টা মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, বিশিষ্ট ব্যাংকার মো. সালাহ উদ্দিন, বসুন্ধরা শুভসংঘের যুগ্ন সম্পাদক মোনায়েম খান ও প্রশিক্ষক আলমগীর হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে ১৫ জন নারী অংশ নিয়েছেন। তাদের তিন মাস প্রশিক্ষণ দেওয়া হবে। অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ ও বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন শিক্ষার্থী মুহিমা বেগম ও শিল্পানি শব্দকর।
বিডি প্রতিদিন/কামাল