গাইবান্ধা সদর উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে ২০০টি লিফলেট বিতরণ করা হয়।
বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি মো. সামিউল বাসির সভাপতিত্বে আয়োজিত সভায় শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান আলোচক হিসেবে বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক মো. আশিদুল ইসলাম বলেন, অনলাইন জুয়া মহামারি আকারে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে। এর থেকে পরিত্রাণের জন্য সবাইকে সচেতন হতে হবে এবং সমাজে এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবাইকে জানাতে হবে।
শিক্ষক মাওলানা মোহাম্মদ আবু তাহের বলেন, শিশুদের স্কুলের সময় কাজে না পাঠিয়ে স্কুলে পাঠান। শিক্ষা ছাড়া শিশুর সুন্দর ভবিষ্যৎ সম্ভব নয়।
এছাড়া সভাপতি মো. সামিউল বাসির বলেন, মাদক ও অনলাইন জুয়া একই সূত্রে গাঁথা। এটি প্রথমে পরিবারকে, পরে সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে। এ থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সচেতন হতে হবে।
এ সময় উপস্থিত স্থানীয়রা শিশুশ্রম বন্ধে সচেতন থাকার এবং সন্তানদের নিয়মিত স্কুলে পাঠানোর অঙ্গীকার করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শুভসংঘ গাইবান্ধা সদর উপজেলা শাখার সহ-সভাপতি মো. আহাদ সৈকত, সাংগঠনিক সম্পাদক মো. হামিম খান, যুগ্ম সম্পাদক মো. রাসেল ও মো. আতিফসহ প্রমুখ।
বসুন্ধরা শুভসংঘের আয়োজিত এ উদ্যোগ শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে।
বিডি প্রতিদিন/কামাল