রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে নিহত রুপলাল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শরিফুল ইসলাম ঝিলা (২৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে তারাগঞ্জ বুড়িরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন- উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানার এসআই কনক রঞ্জন বর্মনের নেতৃত্বে বুড়িরহাট বাজার এলাকায় শরিফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। গত ৯ আগস্ট ভ্যানচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রুপলাল দাস ও প্রদীপ দাস হত্যাকাণ্ডে জড়িত থাকায় তাকে গ্রেফতার করা হয়।
তারাগঞ্জ থানার ওসি এমএ ফারুক জানান, রুপলাল হত্যাকাণ্ডে জড়িত শরিফুল ইসলামকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম