নানা আয়োজনে মেহেরপুরের গাংনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শুক্রবার উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ আয়োজন করে বিএনপি ও অঙ্গ সংগঠন। এতে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
প্রধান অতিথি বলেন, যখনই দেশ-জাতি সংকটে পড়েছে তখনই জিয়া পরিবার জীবনবাজি রেখে জনগণের পাশে দাঁড়িয়েছে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাবেক সভাপতি রেজাউল হক, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলাসহ অন্য নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/এমই