বাগেরহাটের মোংলা–খুলনা জাতীয় মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাস ও মোটরসাইকেল আরোহীসহ সাতজন।
শুক্রবার দুপুর ১টার দিকে রামপাল উপজেলার তেতুলিয়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. এমরান হোসেন জানান, মোংলা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে খুলনামুখী সাতটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী মারা যান এবং বাস ও মোটরসাইকেলের সাত আরোহী আহত হন।
তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেল আরোহীরা সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে মোংলা যাচ্ছিলেন।
বিডি-প্রতিদিন/সুজন