মাদারীপুরের শিবচরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
শুক্রবার সকালে শিবচরের সড়ক ৭১-এর একটি ভবনে শিবচর পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান। প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা ওলামা দলের সদস্য সচিব কুতুবউদ্দীন মাদবর। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, এ দিনটি ইতিহাসে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় অবিস্মরণীয় অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/এমই