গাজা উপত্যকা থেকে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। তীব্র অবরোধ ও অভিযানের পরেও রবিবার এ হামলা চালানো হয়। খবর টাইমস অব ইসরায়েলের।
ইসরায়েলের সামরিক বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, কিছুক্ষণ আগে উত্তর গাজা উপত্যকা থেকে দক্ষিণ উপকূলীয় শহর আশদোদে দু’টি রকেট নিক্ষেপ করা হয়েছে।
আরও জানানো হয়েছে, একটি রকেট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা গেলেও দ্বিতীয় রকেটটি একটি খোলা জায়গায় আঘাত করে। আশদোদে হামলার পর নিকটবর্তী শহরগুলোতে সাইরেন বেজে ওঠার কারণে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো আহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, ব্যাপক অভিযানের কারণে গাজা থেকে প্রজেক্টাইলসহ দূরপাল্লার আক্রমণ ক্রমশ কমে যাচ্ছে। বিশেষ করে আইডিএফের স্থল আক্রমণের কারণে গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলোর ক্ষমতা হ্রাস পাচ্ছে।
উল্লেখ্য, এর আগেও গাজা উপত্যকা থেকে ইসরায়েলে হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা।
বিডি-প্রতিদিন/শআ