শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে স্বেচ্ছাসেবী ও অধিকার সচেতন সংগঠন ‘কেয়ার সাস্ট’র উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর ও ফুডকোর্ট-এর আশেপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের সদস্যরা স্লোগান দেন ‘নিজ ক্যাম্পাস পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি।’
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি-টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মোজাম্মেল হক, গণিত বিভাগের ড. রেজওয়ান আহমদ এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
প্রোগ্রামে ড. মো. আশরাফ উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় শুধু পাঠদানের স্থান নয়, বরং মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্বশীলতা শেখার ক্ষেত্র। কেয়ার সাস্টের মতো একটি সংগঠন পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেছে। এটি সত্যিই প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, কেয়ার সাস্ট ভবিষ্যতে পরিবেশ সচেতনতা, স্বেচ্ছাসেবী কাজ ও মানবিক সহায়তায় অনন্য ভূমিকা রাখবে।’
উদ্বোধনী বক্তব্য উপ-উপাচার্য ড. সাজেদুল করিম বলেন, ‘ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা শুধু নান্দনিক সৌন্দর্যের জন্য নয়, এটি আমাদের সুস্থ ও নিরাপদ পরিবেশ গঠনের জন্য অপরিহার্য। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং সচেতনতা বৃদ্ধি করে। আমি আশা করি কেয়ার সাস্ট আজকের এই কার্যক্রমের মাধ্যমে তাদের যাত্রা শুরু করে সামনে আরও মানবিক, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় এ ধরনের ইতিবাচক প্রচেষ্টায় সহযোগিতা করবে।’
বিডি প্রতিদিন/জামশেদ