সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বিষ নিয়ে মাছ ধরতে যাওয়ার পথে রবিবার বিকালে ভোলা নদী থেকে চার বোতল কীটনাশকসহ বাবুল হাওলাদার (৫০) নামে এক জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। এসময়ে জব্দ করা হয়েছে জালসহ একটি নৌকা।
আটক জেলে বাগেরহাটের শরণখোলা উপজেলার হাসেম হাওলাদারের ছেলে। মামলা দিয়ে আটক জেলেকে সোমবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হবে।
সুন্দরবনের শরণখোলা রঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব এতথ্য নিশ্চিত করে জানান, শরণখোলা ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা খলিলুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে সুন্দরবনের ভোলা নদীতে একটি জেলে নৌকা তল্লাশী করে চার বোতল কীটনাশক উদ্ধার করেন। এসময়ে নৌকাসজ আটক করা হয় জেলে বাবুল হাওলাদারকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে ভাইজোড়া খালে বিষ দিয়ে মাছ ধরার জন্য ভোলা নদী দিয়ে সুন্দরবনে যাচ্ছিলো। আটক জেলেকে বন আইনের মামলার আসামী হিসেবে সোমবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এএম