চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকায় একটি স্কুলের কক্ষ থেকে সেলিম চৌধুরী (৫৩) নামের এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে মাইজপাড়া বটতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সেলিম হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার বাসিন্দা। তিনি ওই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন।
পতেঙ্গা থানার এসআই জিল্লুর রহমান তারেক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তিনি পারিবারিক কিছু বিষয় নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন বলে জানা গেছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এএম