বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, একটি দল দেশে সুশাসন প্রতিষ্ঠার নামে অরাজকতা শুরু করেছে। কথিত পিআরের দাবিতে মাঠে ময়দানে তাদের নেতারা বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। তাদের কারণে দেশ আজ গভীর সংকটে। অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশকে রক্ষা করার জন্য তিনি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।
তিনি আজ শার্শার বাগআঁচড়া এলাকার বসতপুর বাজারে জনসংযোগকালে বিএনপির কর্মীদের উদ্দেশ্যে একথা বলেন।
তিনি বলেন, ক্ষমতা যেতে পারবে না জেনেও বেশকিছু ভুঁইফোড় দল কথিত পিআর পদ্ধতিতে নির্বাচনের দিবা স্বপ্ন দেখছে। যা কখনো পূরণ হবে না। বিএনপির কোন কর্মী বেঁচে থাকতে তা হতে দেবে না।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, বিএনপি নেতা আতাউর রহমান আতা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজউদ্দীন আহমদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন