সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে রোববার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের এই ম্যাচে লাল-সবুজ দলের ফুটবলাররা প্রথম থেকেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য বিস্তার করে।
১৮তম মিনিটে নাজমুল হুদা ফয়সালের শট থেকে আসা বলের রিকাউন্ডে গোল করেন আরিফ। ৪ মিনিট পর মানিকের ক্রসে অপু রহমানের হেড গোলরক্ষক প্রতিহত করলেও পরে ফয়সালের শট ডিফেন্ডার ক্লিয়ার করতে পারেননি। ৩৮তম মিনিটে মানিকের হেড ক্রসবারে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধে রিফাত একাধিক দুর্দান্ত গোল করে দলের জয় নিশ্চিত করেন। প্রথমে ৪৬তম মিনিটে, পরে ৬৪তম মিনিটে সাব্বির ইসলামের শটে আসা ফিরতি বল থেকে এবং ৮৮তম মিনিটে অধিনায়ক ফয়সালের পাস থেকে হ্যাটট্রিক পূরণ করেন রিফাত।
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে উঠেছে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে নেপাল গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে।
বিডি প্রতিদিন/মুসা