চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী এলাকার একটি ভবন থেকে রিয়াদ (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার বটতলী এলাকার একটি ভবনের তৃতীয় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। রিয়াদ কুমিল্লার দেবিদ্বার উপজেলার শফিকুসলামের পুত্র।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আজাদুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তার মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে ভবনের পেছনে আনুমানিক ২৭ বছর বয়সী এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতে চুরি করতে গিয়ে তার মৃত্যু হতে পারে।
লোহাগাড়া থানা পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে চুরি করতে গিয়ে বিদ্যুতের তারের সাথে লেগে তার মৃত্যু হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম