কক্সবাজারের উখিয়ায় বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ মাদকবিরোধী দুটি পৃথক অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পালংখালী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে আনুমানিক ২.৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে ক্যারাঙ্গাঘোনা খাল এলাকায় অভিযান চালায়। এ সময় ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে ইয়াবা বহনকারী ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।
অন্যদিকে রবিবার ভোরে আঞ্জুমানপাড়া পানি পয়েন্টে টহল চলাকালে বিজিবি সদস্যরা দুইজনকে বাংলাদেশের ভেতরে আসতে দেখে চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে গ্রামে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল