কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে শামসুল আলম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কৈবর্ত্য পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৮ হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কৈবর্ত্য পাড়ায় নৌবাহিনী একটি দল অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৮ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ শামসুল আলমকে গ্রেপ্তার করা হয়। পরে, শুক্রবার রাতেই তাকে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ অভিযানে পুলিশ একটি দল অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকসহ সকল ধরনের দুষ্কৃতকারীদের প্রতিহত করতে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম