আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে জেলা স্কাউটস। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা স্কাউটসের আয়োজনে জর্জ কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে সড়কের ডিভাইডারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
তিনি বলেন, ‘আমাদের প্রত্যেকের উচিত প্রতি বছরে অন্তত দুটি বৃক্ষরোপণ করা। কারণ গাছ আমাদের নিশ্বাসের সাথে বের হওয়া কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং আমাদের জন্য অক্সিজেন উৎপাদন করে। পরিবেশ রক্ষায় গাছ রোপণের কোনো বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগেও গাছ প্রাণীকূলকে বিভিন্নভাবে রক্ষা করে। আমাদের শ্বাস প্রশ্বাসের অক্সিজেনের জন্য গাছের গুরুত্ব অপরিসীম। তাই সকলকে গাছ লাগানোর জন্য আহ্বান জানাচ্ছি।’
বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস, বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সহ স্কাউটসের সদস্যরা।
জেলা স্কাউটসের উদ্যোগে শহরে প্রায় ১ হাজার বৃক্ষরোপণ করা হবে বলে জানান জেলা স্কাউটস কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/জামশেদ