হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে সারাদেশের সঙ্গে সিলেটের প্রায় ৩ ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। রবিবার দুপুর ২টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব জানান, সকাল ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস শায়েস্তাগঞ্জের খোয়াই ব্রিজের ওপর পৌঁছালে ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটে। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসলে ত্রুটি মেরামতের কাজ শেষে ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়।
এ ঘটনায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ও ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস আটকা পড়ে। প্রচণ্ড গরমের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল