শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) রিসার্চ সেন্টারের আয়োজনে ‘ইসলামি অর্থনীতি থেকে বিশ্ব কী শিখতে পারে: মুনাফার বাইরে অর্থনীতির নতুন চিন্তা’ শীর্ষক মিনি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সিম্পোজিয়ামটি অনুষ্ঠিত হয়। সিম্পোজিয়ামে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিন্স-এর প্রফেসর ড. মোহাম্মদ কবির হাসান। তিনি মানবকল্যাণে ইসলামী অর্থনীতির বহুমাত্রিক দিক, তার গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রোগ্রামের সহযোগিতায় ছিলেন সাস্ট বিজনেস ক্লাব।
সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘সুদের আক্রমণে গোটা পৃথিবী বিপর্যস্ত। সুদভিত্তিক লেনদেনের বিকল্প ব্যবস্থা রয়েছে। এই ব্যবস্থা আরও উন্নত ও প্রসারিত করা প্রয়োজন। ইসলামিক ফাইন্যান্স একটি বিকল্প কাঠামো উপস্থাপন করে যেখানে ন্যায্যতা, স্বচ্ছতা এবং সামাজিক দায়বদ্ধতা প্রধান ভূমিকা পালন করে। পবিত্র কুরআনে গোটা মানব সমাজের জন্য সমাধান রয়েছে। ইসলামে কেবল নামাজ, রোজা, হজ্ব বা যাকাতই নয়, অর্থনীতি ও আর্থিক কর্মকাণ্ডকেও গুরুত্ব দেওয়া হয়েছে।’
রিসার্চ সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. মো. জাকির হোসেনের সভাপতিত্বে সিম্পোজিয়ামে আরও বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ