‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে স্বাস্থ্যসেবার উন্নয়ন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের হলরুমে এ সভার আয়োজন করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। বাংলাদেশ হেলথ ওয়াচ এবং জাবারাং কল্যাণ সমিতি এতে সহযোগিতা করে।
সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মো. ছাবের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বাংলাদেশ হেলথ ওয়াচ-এর কার্যনির্বাহী পরিষদের সদস্য ডা. আবু মোহাম্মদ জাকির হোসেন।
আলোচনা সভা সঞ্চালনা করেন জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা। এতে আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. ফারুক আবদুল্লাহ, আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি, সিনিয়র কনসালটেন্ট ডা. পূর্ণ বিকাশ চাকমা, ডা. নয়ন ময় ত্রিপুরা এবং সিনিয়র গাইনী বিশেষজ্ঞ ডা. জয়া চাকমা। এছাড়াও, গণমাধ্যমকর্মী, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং সমাজকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা পার্বত্য জেলা খাগড়াছড়ির স্বাস্থ্য খাতে বিদ্যমান সমস্যা ও সেবার মানোন্নয়নে করণীয় বিষয়সমূহ তুলে ধরেন। বিশেষ করে, উপজেলা পর্যায়ে পর্যাপ্ত জনবল ও চিকিৎসক নিয়োগ, নির্মাণাধীন ভবনগুলোর দ্রুত সংস্কার, এবং স্বাস্থ্যসেবায় জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ