ভারতের অভিজ্ঞ অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবার অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ (বিবিএল) দিয়ে তার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। ২০২৫-২৬ মৌসুমে সিডনি থান্ডারের হয়ে প্রথমবারের মতো এই লিগে খেলবেন অশ্বিন। আর এই সাইনিংয়ের মাধ্যমে তিনি হতে যাচ্ছেন বিবিএলে খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার।
বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির আগ্রহের পর অবশেষে সিডনি থান্ডারই দলে টেনে নেয় এই বিশ্বকাপজয়ী স্পিনারকে। অশ্বিনকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছিল সিডনি সিক্সার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং হোবাট হারিকেনসের মতো দলও। তবে শেষ হাসি হেসেছে গত মৌসুমের রানার্স-আপ সিডনি থান্ডার।
সম্প্রতি আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অশ্বিন। ২০২৫ সালের ২৭ আগস্টের পর আর চেন্নাই সুপার কিংসের হয়ে দেখা যাবে না তাকে। তবে এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ নয়। বরং এবার তার লক্ষ্য বিশ্বজুড়ে অন্যান্য লিগে খেলা, যার শুরু হচ্ছে অস্ট্রেলিয়াতেই।
অস্ট্রেলিয়াতেই খেলেছিলেন নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ। তাই এই দেশেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের নতুন যাত্রা শুরু করাকে অশ্বিন দেখছেন বিশেষ এক উপলক্ষ হিসেবে।
সিডনি থান্ডারের স্কোয়াডে এরই মধ্যে আছেন ডেভিড ওয়ার্নার, শাদাব খান, স্যাম কনস্টাস, লকি ফার্গুসনের মতো বড় নাম। অশ্বিনের আগমনে স্পিন আক্রমণ আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। দলে আগে থেকেই আছেন শাদাব খান ও তানভীর সাংঘার মতো মানসম্পন্ন স্পিনাররা।
২০১৫-১৬ মৌসুমে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল সিডনি থান্ডার। এরপর অনেকবার চেষ্টা করেও ট্রফির দেখা মেলেনি। এবার অশ্বিনের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ কাজে লাগিয়ে দ্বিতীয়বার ট্রফি জয়ের স্বপ্ন দেখছে দলটি।
বিডি প্রতিদিন/মুসা