লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়ায় ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার হাইসম আলি তাবাতাবাইসহ পাঁচজন নিহত হয়েছেন। সংগঠনটি রবিবার রাতে একাধিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, তাদের সিনিয়র কমান্ডার হাইসম আলি তাবাতাবাই (সাইয়্যেদ আবু আলি) ইসরায়েলি আক্রমণেনিহত হন। সংগঠনটি তাকে মহান জিহাদি কমান্ডার হিসেবে আখ্যায়িত করে জানায়, প্রতিরোধ আন্দোলনের প্রতিষ্ঠার পর থেকেই তিনি সংগঠনটির সামরিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, কমান্ডার তাবাতাবাইয়ের মৃত্যু সংগঠনের যোদ্ধাদের দৃঢ় সংকল্পকে আরও উজ্জীবিত করবে এবং তারা ইহুদি শত্রু ও তার পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে।
ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্রের দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আক্রমণের আগে ওয়াশিংটনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি।
এদিকে, ইরানের বৈরুতস্থ দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ইসরায়েলের কাপুরুষোচিত হামলা লেবাননের জনগণের মনোবল ভাঙতে পারবে না।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল