৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল রোডম্যাপ অনুযায়ী ১০ ডিসেম্বর প্রকাশিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নির্ধারিত সময়ে ও ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ফল প্রকাশিত হবে। আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি। গত ১৮ জুন লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়, এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন। লিখিত পরীক্ষা গত বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা চলছে, যা গত ৮ জুলাই শুরু করেছিল কমিশন।
গত ৬ জুন ৪৫তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ করে পিএসসি, যাতে ১২ হাজার ৭৮৯ জন উত্তীর্ণ হন। ৪৫তম বিসিএসে আবেদন করেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। এ বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে মোট ২ হাজার ৩০৯ জন এবং নন-ক্যাডার পদে ১ হাজার ২২ জনকে নেওয়া হবে।
৪৪ থেকে ৪৮তম বিসিএস পরীক্ষা নিয়ে যে জট সৃষ্টি হয়েছে, তা নিরসনে পিএসসি গত ৩ জুন রোডম্যাপ ঘোষণা করে।