তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সাংবাদিকদের বেতন-ভাতা নির্ধারণসহ ওয়েজ বোর্ডের বিষয়টি শ্রম মন্ত্রণালয়ের অধীনে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। সাংবাদিকরা শ্রম মন্ত্রণালয়ের অধীনে কাজ করলেও তাদের বেতন তথ্য মন্ত্রণালয় নির্ধারণ করছে, এটি সঠিক নয়। গতকাল বিকালে তথ্য ভবনে ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’ এর খসড়া নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকদের জন্য বাস্তবসম্মত বেতন কাঠামো ও সুরক্ষা আইন নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে চাই। তবে সত্য হচ্ছে-মালিকপক্ষের সদিচ্ছার অভাবেই এটি এতদিন বাস্তবায়ন হয়নি। সভায় সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতা, তথ্য মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বাসসের কর্মকর্তারা অংশ নেন। এ সময় নবম ওয়েজবোর্ড কমিটিতে শ্রম মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি না থাকা নিয়েও প্রশ্ন তোলেন তথ্য উপদেষ্টা নিজেই। তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকরা অনেক দিন ধরেই মজুরি বোর্ড চাচ্ছেন। এ ক্ষেত্রে মালিকপক্ষকে রাজি হতে হবে। তাদেরও কথা বলার জায়গা রয়েছে। এ সময় সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে পরিকল্পনা, প্রস্তাবনা ও পক্ষে-বিপক্ষে যুক্তিখণ্ডনের জন্য ১০ দিনের সময় বেঁধে দেন তিনি। তথ্য উপদেষ্টা বলেছেন, সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে এই অধ্যাদেশ প্রণয়ন করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শিরোনাম
- হাতির পিঠে চড়িয়ে কলেজ অধ্যক্ষকে রাজকীয় বিদায়
- পিআর পদ্ধতিতে ফ্যাসিস্ট সরকার তৈরি হতে পারে : সালাহউদ্দিন
- ট্রেন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বানাল ভারত
- রঙ তুলির আঁচড়ে রঙিন দেবী মহামায়া, প্রস্তুত রাঙামাটি
- সীমাহীন দুর্ভোগে চরঘাসিয়ার ৫ হাজার মানুষ
- নেত্রকোনায় ১০২ বোতল ভারতীয় মদসহ কারবারি আটক
- খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক
- যশোরে মাছের ঘেরের পাশে উদ্ধার রক্তাক্ত মরদেহ
- আর্সেনিক প্রয়োগে শত শত পুরুষকে হত্যা করেছিল তাদের স্ত্রীরা
- সাইফুল আলমসহ তিনজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ
- ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় খাদ্যে বিষক্রিয়ায় ১,০০০ শিক্ষার্থী অসুস্থ
- শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি : ডা. জাহিদ
- চট্টগ্রাম থেকে ফ্রান্সে যাচ্ছে ১,৫০০ কেজি মুড়ি
- পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে
- ফেব্রুয়ারিতেই নির্বাচন, প্রধান উপদেষ্টাও সহযোগিতা করছেন : ফখরুল
- 'তরকারী নষ্ট হওয়ায়' স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু
- ফিফার ভাবনায় ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন
- গোপালগঞ্জে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা
- জয়পুরহাটে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
- ইতালিতে বাংলাদেশি তরুণের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
আপডেট:
০১:৩৮, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
/
নগর জীবন
তথ্য উপদেষ্টা
সাংবাদিকদের ওয়েজ বোর্ডের বিষয়টি নিষ্পত্তির প্রয়োজন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর