গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ড হয়েছে।
ফায়ার সার্ভিসের আটটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কোনাবাড়ীর আমবাগ নজরদীঘি এলাকায় এ অগ্নিকাণ্ড হয়।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে হঠাৎ রাজু নামের এক ব্যক্তির মালিকানাধীন ঝুট গুদামে আগুন ও ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর আমবাগ নজর দীঘি উচ্চ বিদ্যালয়ের পাশে ঝুটের গুদামে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবরে প্রথমে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আগুনের ব্যাপকতা বাড়তে থাকায় চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশন এবং সারাবো ফায়ার স্টেশনের আরও পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দেয়। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা।
তিনি জানান, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
বিডি প্রতিদিন/জুনাইদ