শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাগেরহাটের শরণখোলায় এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রায়েন্দা বাজার কেন্দ্রীয় হরি মন্দিরে এ সমাবেশে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধর্মীয় এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম এই উৎসবকে ঘিরে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। তারা সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। শরণখোলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এ আয়োজন করে।
পিএফজির অ্যাম্বাসেডর ও শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা আমীন, জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা ওবায়দু হক, পিএফজির কো-অর্ডিনেটর সাংবাদিক ইসমাইল হোসেন লিটন, রায়েন্দা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. নূরুজ্জামান মীর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি আশীষ কুমার দাস, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, শরণখোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, রায়েন্দা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল তালুকদার, রায়েন্দা বাজার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস ভৌমিক, মা. রেজবিউল কবির প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক