সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮-বিজিবি)। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এবং শনিবার (২৭ সেপ্টেম্বর) টানা দু’দিন এই অভিযান পরিচালনা করা হয়।
৪৮ বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় জিরা, ফুচকা, কিটক্যাট চকলেট, চিনি, মদ, বিয়ারসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এছাড়াও, চোরাচালানি পণ্য পরিবহনের দায়ে একজন আসামিকে গ্রেফতার এবং অবৈধ বালু উত্তোলনকারী একটি নৌকা ও চোরাচালানে ব্যবহৃত দুটি ট্রাক আটক করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৩ লাখ টাকা। অভিযান পরিচালনার বিষয়ে নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক।
তিনি বলেন, ‘সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন রোধে বিজিবি’র অভিযান চলমান রয়েছে। নিয়মিত টহল ও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।’
বিডি প্রতিদিন/জামশেদ