বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৬১০ বোতল মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শেরপুর উপজেলার শ্রীরামপুর এলাকায় পলাতক মাদক ব্যবসায়ী হৃদয় বাসফোরের বাড়িতে অভিযানে এই মদ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মদের মধ্যে ছিল—কেরু অ্যান্ড কোম্পানির কান্ট্রি লিকার ব্র্যান্ডের ২০০ বোতল মদ এবং ৪১০ বোতল দেশি চোলাই মদ।
শনিবার বিকালে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান সংবাদমাধ্যমে এসব তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীরামপুর এলাকায় পলাতক আসামি হৃদয় বাসফোরের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার ঘরের ভেতর থেকে কেরু অ্যান্ড কোম্পানির ১,০০০ মিলিলিটারের কান্ট্রি লিকার ব্র্যান্ডের ২০০ বোতল মদ এবং ২৫০ মিলিলিটারের ৪১০ বোতল দেশি চোলাই মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি হৃদয় বাসফোরের বিরুদ্ধে এর আগে আরও তিনটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল