গাইবান্ধা জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিএনপির একাংশের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে শহরের পুরাতন জেলখানা মোড় থেকে একটি গণমিছিল বের করে বিএনপির একাংশের নেতাকর্মীরা।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলখানা মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক ছানা, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, শাহাজাহান আলী, এরশাদ মল্লিক অনু, রহুল আমিনসহ অনেকে।
বক্তারা বলেন, জেলা বিএনপির সভাপতি আওয়ামী ফ্যাসিবাদীদের সাথে হাত মিলিয়ে ত্যাগী, যোগ্য নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি বাণিজ্য করে দলের ১২টা বাজিয়েছে। সেইসঙ্গে মেয়াদোত্তীর্ণ কমিটি দ্রুত বাতিল করা না হলে পার্টি অফিস দখলসহ কঠোর কর্মসূচির ঘোষণার হুমকি দেন নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এমআই