ফটিকছড়ি চৌকি আদালতের উদ্যোগে লিগ্যাল এইড বিষয়ে বিশেষ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফটিকছড়ি আদালত ভবনের বার অ্যাসোসিয়েশন কার্যালয়ে চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি সিনিয়র সহকারী জজ (বিজ্ঞ বিচারক) বাবু শুভদীপ পাল এবং সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব ও ফটিকছড়ি বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ জহুরুল ইসলাম।
উদ্বুদ্ধকরণ সভায় বক্তব্য রাখেন ফটিকছড়ি বার অ্যাসোসিয়েশন সভাপতি এডভোকেট লিয়াকত আলী চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আচার্য্য, ফটিকছড়ি থানা ওসি (তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম, ভূজপুর থানা ওসি (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ শফি উল্লাহ, ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দীন সরকার, প্যানেল আইনজীবি মুহাম্মদ হামিদ উল্লাহ, মুহাম্মদ রহিম, ইবতেখার চৌধুরী, মুহাম্মদ মাসুম, মুহাম্মদ আমিন উল্লাহ, জাবেদ মোরশেদ, মুহাম্মদ নজরুল ইসলাম ও শারমিন আকতার প্রমুখ।
সভায় সিনিয়র সহকারী জজ শুভদীপ পাল বলেন, “মামলার হার কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির বিকল্প নেই। আইনগত সহায়তা প্রদান আইন (সংশোধন) ২০২৫ অর্ডিন্যান্সের মাধ্যমে এই ধারণা আরও গঠনতান্ত্রিক ও নিয়মানুগ হবে। অচিরেই এই আইনের সুফল সাধারণ মানুষ পাবেন।” তিনি ফটিকছড়ি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর নিকট লিগ্যাল এইডের ধারণাপত্র পৌঁছে দেওয়ার গুরুত্বেও জোর দেন।
সভায় মেডিয়েশন কর্ণার স্থাপন, নির্দেশিকা প্রণয়ন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনলাইনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল