মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উৎসব উদযাপন করা হয়েছে। শুক্রবার রাতে শহরের জেলা পরিষদে অডিটোরিয়ামে দেবাঙ্গন ছাত্র পরিষদের আয়োজনে এই শারদ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নৃত্যনাট্য ও গান পরিবেশন করা হয়।
মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি বন্ধু প্রিতম ব্রহ্মচারী। আগমনী সংগীত পরিবেশন করেন সারগাম সংগীত বিদ্যালয়ের শিল্পীরা। পরে নৃত্য ছন্দের তালে তালে দেবীবন্দনা অনুষ্ঠিত হয়। আগমনী ডান্স প্রোডাকশন হাউসের পরিবেশনায় ‘দেবী মাহাত্ম্যম 2.0’ শীর্ষক নৃত্যনাট্য মঞ্চস্থ হয়।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে নাট্যবেদ ও নৃত্যাঙ্গণের শিল্পীরা। অর্ধশতাধিক নৃত্য শিল্পী নিয়ে ‘দেবী মাহাত্ম্যম নৃত্যনাট্য মঞ্চস্থ হয়। সবশেষে রাত দেড়টায় সংগীত পরিবেশেন করতে মঞ্চে উঠেন সংগীত শিল্পী সাগর দেওয়ান।
বিডি প্রতিদিন/এমআই