বাগেরহাটের শরণখোলা গ্রামীণ সড়কে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় শাহজাহান হাওরাদার (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালক শাকিল হাওলাদারও গুরুতর আহত হন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের বড়ইতলা মসজিদের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুপুর ২টার দিকে বৃদ্ধ কৃষক শাহজাহান মারা যান। আহত মোটরসাইকেল চালক শাকিলকে খুলনা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। নিহতের বাড়ি উপজেলার দক্ষিণ তাফালবাড়ী এবং আহতের বাড়ি সোনাতলা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান হাওলাদার নিজরে জমিতে সার ও কীটনাশক দিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশে সড়কে ওঠেন। এমন সময় শাকিল বেপরোয়া গতিতে মোটরসাকেল চালিয়ে বাড়ি যাওয়ার সময় বৃদ্ধের সঙ্গে ধাক্কা লাগলে তারা দুজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শরণখোলা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। প্রাথমিক চিকিৎিসা দিয়ে চিকিৎকরা তাদেরকে খুলনা মেডিক্যালে রেফার্ড করলে পথেই মারা যান শাহজাহান।
শরণখোলা থানার ওসি মো. শহিদুল্লাহ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের খবর শুনেছেন। তবে হতাহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডি প্রতিদিন/এএম