সারাদেশে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি (উপ-মহাপরিদর্শক) রেজাউল করিম মল্লিক। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলার শিবচরে সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ জিঁউর মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, দুর্গাপূজা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য প্রতীক। আমরা প্রত্যাশা করি, সকল সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে মিলেমিশে পূজা উদযাপন করবে।
তিনি আরও বলেন, শিবচরের সন্তান হিসেবে ছোটবেলায় এই মন্দিরে বহুবার এসেছি। এখানে মেলা বসতো এবং বহু আনন্দদায়ক স্মৃতি রয়েছে। মন্দিরের কোনো সমস্যা হলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা আমার দায়িত্ব। পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হবে, ভক্তরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারবেন এবং প্রশাসন ও পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।
এসময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনএ) এইচএম ইবনে মিরাজ, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা, শিবচর থানার ওসি রকিবুল ইসলাম এবং উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল