গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইট বোঝাই ট্রলির ধাক্কায় লাকি খাতুন (১৩) নামে এক বাক প্রতিবন্ধী কিশোরী নিহত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ফুলপুকুরিয়ার কাদুনিপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লাকি খাতুন ওই এলাকার আবু নুসার মেয়ে।
স্থানীয়রা জানান, রাস্তা পারাপারের সময় একটি ইট বোঝই পাওয়ার ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় লাকি। এসময় স্থানীয়রা পাওয়ার ট্রলিটিকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
বিডি প্রতিদিন/এএম