বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালী ও ব্রাহ্মণবাড়িয়ায় একযোগে আয়োজন করা হলো "ফ্রি হার্ট ক্যাম্প"। দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল।
মহাখালীর রাওয়া’র বিপরীতে অবস্থিত ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল প্রাঙ্গণে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগী বিনামূল্যে বিশেষায়িত হৃদরোগ চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন।
এই ক্যাম্পে রোগীদের পরামর্শ দেন দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জনরা। তাদের মধ্যে ছিলেন- প্রফেসর ডা. নাসির উদ্দিন আহমেদ (চিফ কার্ডিয়াক সার্জন), অধ্যাপক ডা. খন্দকার কামরুল ইসলাম (চিফ ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট), অধ্যাপক ডা. অমল কুমার চৌধুরী (সিনিয়র ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট), ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মোহাম্মদ কামরুজ্জামান (সিনিয়র কার্ডিওভাসকুলার সার্জন) প্রমুখ।
একই দিনে ব্রাহ্মণবাড়িয়ার জেল রোডে ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডের উদ্যোগে স্থানীয়দের জন্য আরও একটি ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে রোগীদের সেবা দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. নাজমুল হক।
ক্যাম্পে আগত রোগীরা হাসপাতালের বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসা সেবায় ২০% পর্যন্ত বিশেষ ছাড় এবং ইউনিভার্সেল হার্ট ক্লাবের সদস্যরা ৩০% ছাড় (শর্ত সাপেক্ষে) গ্রহণের সুযোগ পান।
বিডি প্রতিদিন/মুসা