বিদ্যমান সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০০৯ বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন দিনাজপুর জেলা ইউনিট। সোমবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সমন্বিত নীতিমালা ২০০৯ সার বিতরণ ব্যবস্থার জন্য যথাযথ ও যুগোপযোগী। এটি পরিবর্তন করা হলে সারের মনিটরিং দুর্বল হবে এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। একই পরিবারের সদস্যরা পৃথক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারার সুযোগ বহাল রাখার দাবি জানানো হয়। না হলে দীর্ঘদিন ধরে বিনিয়োগকারী ডিলার, তাদের ব্যাংক ঋণ, গুদামঘর ও কর্মচারীরা ক্ষতির মুখে পড়বেন।
এসময় বক্তারা বলেন, বর্তমান কমিশন হার খরচ বৃদ্ধির তুলনায় অপর্যাপ্ত। ভর্তুকি মূল্যে কৃষক পর্যায়ে সরবরাহ করা সার উৎস করমুক্ত রাখা জরুরি। পাশাপাশি মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তা ও বিএফএ’র মতামত নিয়ে নতুন নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।
টিএসসি সার বরাদ্দ বাড়ানো বা বন্ধ করা, বিসিআই উৎপাদিত টিএসপি ও ডিএপি সঠিক সময়ে সরবরাহ নিশ্চিতকরণ এবং আমদানিকারক পর্যায়ে বরাদ্দকৃত নন-ইউরিয়া সার জেলা পর্যায়ে নিশ্চিত করারও দাবি তোলা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি জাহিদ আলী, মশিয়ার রহমান, যুগ্ম সম্পাদক জহুরুল হক খান, দপ্তর সম্পাদক আকবর হোসেন, সদস্য মকসেদুর রহমানসহ অন্যান্য ডিলাররা।
বিডি প্রতিদিন/হিমেল