মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সিনেমার ওপর তিনি বিপুল শুল্ক আরোপ করবেন। তার দাবি, যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র শিল্প ‘অন্যরা চুরি করে নিয়ে গেছে’।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, সদ্য ফার্মাসিউটিক্যাল পণ্য, আসবাবপত্র এবং ভারী ট্রাকের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দেওয়ার পরই ট্রাম্প এ মন্তব্য করলেন।
সোমবার ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, অন্য দেশগুলো যুক্তরাষ্ট্রের ব্যবসা কেড়ে নিয়েছে, ‘শিশুদের কাছ থেকে টফি কেড়ে নেওয়ার মতো’।
তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমকে ‘দুর্বল ও অদক্ষ’ বলে সমালোচনা করেন এবং দাবি করেন, এ রাজ্যই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ট্রাম্প লেখেন, ‘দীর্ঘদিনের এই অন্তহীন সমস্যার সমাধানে আমি যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত যেকোনো সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করব।’
তবে তিনি কবে থেকে এ শুল্ক কার্যকর হবে বা কীভাবে তা বাস্তবায়িত হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
এ বছরের মে মাসেও ট্রাম্প একই হুমকি দিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, মার্কিন চলচ্চিত্রশিল্প ‘অতি দ্রুতগতিতে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে’। তখন তিনি বাণিজ্য মন্ত্রণালয় এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিলেন। -বাসস
বিডি-প্রতিদিন/শআ