রাষ্ট্রীয় সফরে মিশর পৌঁছেছেন কাতারের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ জায়েদ আল নাহিয়ান।
মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
এই সফরে দুই নেতা তাদের দ্বিপাক্ষিক সম্পর্কসহ আঞ্চলিক নানা বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম।
এই সফরের নাহিয়ানের সাথে আছেন আমিরাতের বিশেষ প্রেসিডেনশিয়াল কোর্টের ডেপুটি চেয়ারম্যান শেখ হামাদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানসহ আরও অনেকে।
অনেকের ধারণা, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসন নিয়েও কথা বলতে পারেন এই দুই নেতা। সেই সাথে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ইস্যুও প্রাধান্য পেতে পারে।
সূত্র: আরব নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল