আসন্ন ভারত সফরের ঠিক আগে বড় এক দুঃসংবাদ পেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কোমরের চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন দলের তারকা পেসার আলজারি জোসেফ। তার পরিবর্তে স্কোয়াডে যুক্ত করা হয়েছে বাঁহাতি পেসার জেদিয়া ব্লেডসকে।
আগামী ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ, যা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সিরিজের জন্য আগেই (১৬ সেপ্টেম্বর) দল ঘোষণা করেছিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। তবে সফরের মাত্র ক’দিন আগে জোসেফের ছিটকে যাওয়া দলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।
বর্তমানে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছেন ব্লেডস। সিরিজ শেষে ৩০ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
ব্লেডসকে দলে নেওয়া নিয়ে এক বিবৃতিতে সিডব্লিউআই জানায়, "আলজারি জোসেফের বদলি হিসেবে জেসন হোল্ডারকে দলে নেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। তবে নেপালে চলমান টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি একটি পূর্বনির্ধারিত চিকিৎসা প্রক্রিয়ার কারণে তিনি খেলতে রাজি হননি।"
এখনও টেস্ট অভিষেক না হলেও জেদিয়া ব্লেডস জাতীয় দলের হয়ে এর আগে তিনটি ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটি মাঠে গড়াবে ২ অক্টোবর, আর দ্বিতীয়টি শুরু হবে ১০ অক্টোবর।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), কেভলন অ্যান্ডারসন, অ্যালিক অ্যাথানাজ, জন ক্যাম্পবেল, টেগেনারাইন চন্দরপল, জাস্টিন গ্রিভস, শাই হোপ, টেভিন ইমলাচ, জেদিয়া ব্লেডস, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, অ্যান্ডারসন ফিলিপ, খারি পিয়ের, জেডেন সিলস।
বিডি প্রতিদিন/মুসা