ভোলার সদর উপজেলার আলিনগর ইউনিয়নের পশ্চিম রুহিতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জামাল উদ্দিন (৪০) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নিহতের স্বজনরা জানান, বুধবার (১ অক্টোবর) বিকেলে তিনি ব্যক্তিগত মোটরসাইকেল যোগে ভোলার খেয়াঘাট রোডে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন জামাল উদ্দিন। প্রথমে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
বিডি প্রতিদিন/এএম