বাঁশের ঝাড়ে পাতার ফাঁকে
চাঁদ দেখা যায় ওই
গল্প শুনি ভূত-পেত্নির
বাস্তবে তা কই?
ঝোপে ঝাড়ে জোনাক জ্বলে
ঝিঁঝিঁরা হই হই
রাত্রিবেলা বেরোই যখন
রাক্ষসেরা কই?
তেঁতুল তলায় ত্যক্ত বাড়ি
ঘোর আন্ধার ওই
সেই রাস্তায় মানুষ চলে
দৈত্য-দানব কই?
বাঘ থাকে ঠিক বনের ভেতর
মনের বাঘে খায়
আলো জ্বলুক মাথার ভেতর
নইলে বাঁচা দায়।