পুবাকাশে সানাই বাজে
নাচে তা ধিন ধিন
ধানের সাজে চাষা হাসে
বাজায় খুশির বীণ।
হিমেল হাওয়ায় দুলছে দেখ
ধান কনেদের কেশ
সোনার ভরে নুয়ে থাকে
লাজুক তারা বেশ।
ধানের বিয়ে খেতে এলো
বাবুই টিয়ার ঝাঁক
চাষার ছেলে শিস দিয়েছে
তাই উঠেছে রাগ।
পুবাকাশে সানাই বাজে
নাচে তা ধিন ধিন
ধানের সাজে চাষা হাসে
বাজায় খুশির বীণ।
হিমেল হাওয়ায় দুলছে দেখ
ধান কনেদের কেশ
সোনার ভরে নুয়ে থাকে
লাজুক তারা বেশ।
ধানের বিয়ে খেতে এলো
বাবুই টিয়ার ঝাঁক
চাষার ছেলে শিস দিয়েছে
তাই উঠেছে রাগ।
৮ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম