খুকির কাছে বাবা যেন
ওই আকাশের চাঁদ
বাবার বুকে মাথা রেখে
খুকি কাটায় রাত।
বাবা যখন যায় বেরিয়ে
অফিস কিংবা কাজে
হাজার কথার পাহাড় জমে
খুকির মনের মাঝে।
ফিরতে দেরি হলে বাবার
খুকির দুচোখ বেয়ে
ফোঁটা ফোঁটা অশ্রু ঝরে
পথের দিকে চেয়ে।
বাবার গালে গাল মিলিয়ে
বলে কত কথা
সারাদিনে কে কী করল
খুকির যত ব্যথা।