ভোর বিহানে আকাশ খুলে
সবুজ ঘাসের চাদর,
নতুন ধানের পিঠা আমেজ
কচি কাচার আদর।
হেমন্ত রাজ পাখনা মেলে
ধারণ করে দুখ,
গৃহস্থালির বীজ বপনে
আঞ্জাম দেয় সুখ।
পরিযায়ী পাখির নাচন
গোধূলি বেলায় জাগে,
রাখাল রাজা সুর তুলে
সন্ধ্যা তারার আগে।
ভোর বিহানে আকাশ খুলে
সবুজ ঘাসের চাদর,
নতুন ধানের পিঠা আমেজ
কচি কাচার আদর।
হেমন্ত রাজ পাখনা মেলে
ধারণ করে দুখ,
গৃহস্থালির বীজ বপনে
আঞ্জাম দেয় সুখ।
পরিযায়ী পাখির নাচন
গোধূলি বেলায় জাগে,
রাখাল রাজা সুর তুলে
সন্ধ্যা তারার আগে।