সিংহ যাবে মামার বাড়ি
তাই পেরোল খাল,
খালের মাঝে কুমির ছিল
খামছে দিলো গাল।
কাটা গালে সিংহ রাজা
করল অভিমান,
রেগেমেগে নিবে এখন
এই কুমিরের প্রাণ।
বানর তাকে বলে উঠলো-
সব জায়গা সব নয়!
সকল কাজে বল দেখানো
বোকার মতো হয়।
সিংহ যাবে মামার বাড়ি
তাই পেরোল খাল,
খালের মাঝে কুমির ছিল
খামছে দিলো গাল।
কাটা গালে সিংহ রাজা
করল অভিমান,
রেগেমেগে নিবে এখন
এই কুমিরের প্রাণ।
বানর তাকে বলে উঠলো-
সব জায়গা সব নয়!
সকল কাজে বল দেখানো
বোকার মতো হয়।