প্রজাপতি, প্রজাপতি
কোথা যাও উড়ে ভাই?
তোমার রঙিন পাখা দেখে
মুগ্ধ হয়ে যাই সবাই।
নীল, বেগুনি, হলুদ, সবুজ
কত রঙের যে বাহার,
ফুলে ফুলে উড়ে বেড়াও
ছুটে যাও দূর পাহাড়।
ছোট্ট মনে দাও আনন্দ
সবার প্রিয় যে তুমি,
তোমার ডানায় উড়ে উড়ে
স্বপ্ন বুনে যাই আমি।
ফুলেরা সব তোমার তরে
মেলে ধরে সব ডানা,
তোমার সনে করতে খেলা
করে না যে কেউ মানা।